হোম > সারা দেশ > খুলনা

মৃতের শরীরে বাঁধা ছিল ৪০টি সোনার বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের সময় ইছামতী নদীতে ডুবে যাওয়া মশিয়ার রহমানের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মশিয়ারের শরীরে বেঁধে রাখা ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার হয়েছে। গতকাল বুধবার দুপুরে শার্শার অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করেন।

এর আগে গত রোববার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মশিয়ার। গতকাল ইছামতী নদীতে লাশ ভেসে ওঠে তাঁর।

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি যশোর সীমান্তপথে ভারতে বেড়েছে সোনা পাচার। গত রোববার বাড়িতে ছিলেন গোগার হরিসচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মশিয়ার। এদিন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই এলাকার কয়েকজন বাসিন্দা। পরে নদীপথে ভারতে সোনা পাচারের সময় ডুবে যান তিনি। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ডুবুরি দল দিয়ে দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও লাশ উদ্ধার করতে পারেনি। ঘটনার চার দিন পর গতকাল নদীতে মশিয়ারের লাশ ভেসে উঠলে বিজিবি সদস্যরা উদ্ধার করেন।

শার্শার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান জানান, সোনা পাচার করতে গিয়ে প্রাণ গেছে মশিয়ারের। তাঁকে যারা এ পথে নামিয়েছে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, বিজিবি সদস্যরা থানায় লাশ হস্তান্তর করার পর ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন