হোম > সারা দেশ > যশোর

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় যুবক নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাইভেট কারের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার হাজিরালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আল আমিন হোসেন (২০)। তিনি ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর গ্রামের হামিজউদ্দীন মধুর ছেলে। 

স্থানীয়রা জানান, আল আমিন দ্রুতগতিতে পাম্প থেকে তেল নিতে মোটরসাইকেলে যাওয়ার পথে তাঁর সামনে একটি ভ্যান পড়ে। তিনি হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় বেনাপোলের দিক থেকে আসা যশোরগামী দ্রুতগতির প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়। 

প্রত্যক্ষদর্শী সাকিব হাসান বলেন, ‘স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাইভেট কারটি একটি ট্রাককে ওভারটেক করে রং সাইডে এসে তাকে চাপা দেয়।’ 

হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মেহেদী হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তাঁর মৃত্যু হয়। 

নাভারণ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার