Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্ত আটক

নড়াইল প্রতিনিধি 

ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্ত আটক
গ্রেপ্তার ফারুক মোল্লা। ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্যকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক মোল্লাকে (৫০) আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাঁকে আটক করেন।

গ্রেপ্তার ফারুক মোল্লা নড়াইল সদর উপজেলার দৌলতপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য দলবদ্ধ ধর্ষণের শিকার হন। নির্যাতনের বিষয়টি প্রকাশ করে দেওয়ার হুমকি দিলে, দুর্বৃত্তরা তাঁকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

অসুস্থ অবস্থায় ভিকটিম নিজ বাড়িতে বমি করতে থাকলে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য বাঘারপাড়ার ধলগ্রাম বাজারে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে পর দিন বুধবার (২৫ ডিসেম্বর) তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে নিজের ওপর চালানো অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দেন। এ সময় একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফারুক, চঞ্চল, শিমুলসহ কয়েকজনের নাম বলা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর মরদেহ নড়াইলের পোড়াডাঙ্গা গ্রামে আনা হয়। নিহত ওই নারী নেপাল মল্লিকের স্ত্রী এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, নারী ইউপি সদস্যকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি ফারুক মোল্লাকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ অধিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তিনি আরও জানান, জড়িত অন্য আসামিদের আটকে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান

ঘুষি মেরে ট্রাফিকের নাক ফাটানো ছাত্রদল নেতা কারাগারে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক