Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে মামলা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে মামলা

বাগেরহাটের চিতলমারীতে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার ওই পরীক্ষার্থীর বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় নাঈম শেখ নামের এক যুবকসহ তাঁর বাবা ও ভাইকে আসামি করা হয়েছে। পুলিশ অপহৃতকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার হিজলা ইউনিয়নের চরলাটিমা গ্রামের অপহৃত মেয়েটি বড়বাড়িয়া জনাব আলী ফকির বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছিল। স্কুলে যাওয়া-আসার পথে বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের মো. হাই শেখের ছেলে নাঈম শেখ তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২৩ মে রাত সাড়ে ৭টার দিকে চরলাটিমা গ্রামের বাড়ি থেকে মেয়েটিকে নাঈম শেখ ও তাঁর সহযোগীরা অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নাঈম শেখ, তার বড় ভাই শিবলী শেখ ও বাবা মো. হাই শেখকে আসামি করে চিতলমারী থানায় অপহরণ মামলা করেছেন।

তবে নাঈম শেখের পরিবারের পক্ষ থেকে এটিকে প্রেমঘটিত ঘটনা বলে দাবি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ অপহৃতকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘ঘটনার পর থেকে থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আমার দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে জড়িতদের গ্রেপ্তার করব।’

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান

ঘুষি মেরে ট্রাফিকের নাক ফাটানো ছাত্রদল নেতা কারাগারে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক