Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ধানখেতে ইঁদুর মারার ফাঁদে শ্রমিকের মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ধানখেতে ইঁদুর মারার ফাঁদে শ্রমিকের মৃত্যু

ধানখেতে ইঁদুর মারার ফাঁদ থেকে বিদ্যুতায়িত হয়ে জামাত আলী গাজী (৫৪) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের দক্ষিণপাড়া মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত জামাত আলী সোনাকুড় গ্রামের মৃত নবাই গাজীর ছেলে। বিদ্যুতায়িত হয়ে তাঁর মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝিকরগাছার বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) ফকির পান্নু মিয়া। 

স্থানীয় লোকজন জানান, জামাত আলী গ্রামের দিপক ঘোষের খেতে নিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন। দিপকের আমন ধান খেতের ইঁদুর মারতে চারপাশে জিআই তার দিয়ে ফাঁদ পেতে রাখা হয়। সেই তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান জামাত আলী। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. এরশাদ আলী বলেন, ‘জামাত আলী অনেক দিন ধরে দীপক ঘোষের খেতে শ্রমিক হিসেবে কাজ করতেন। আমনখেতে ইঁদুরের উৎপাত ঠেকাতে তিনি ও জমির মালিক খেতের চারপাশে জিআই তার দিয়ে ফাঁদ পেতেছিলেন। ধারণা করা হচ্ছে, দুপুরে লোডশেডিং হলে সেই তার স্থানান্তর করার সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ হলে জামাত আলী স্পৃষ্ট হয়ে মারা যান।’ 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে