হোম > সারা দেশ > খুলনা

দর্শনায় ১১ সোনার বারসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ১১টি সোনার বারসহ তরিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ শনিবার সকাল ১০টার দিকে দর্শনা থানার সুলতানপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। গ্রেপ্তার তরিকুলের বাড়ি দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামে।

কর্নেল সাঈদ জানান, গোপন খবরের ভিত্তিতে বিজিবি সুলতানপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। আজ সকাল ১০টার দিকে তরিকুল হেঁটে ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তর দিকে যেতে দেখলে বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। এ সময় তরিকুল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া করে আটক করেন।

তরিকুলের শরীর তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৮১৬ গ্রাম। এর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। এ ছাড়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট বিজিবির নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। তরিকুলকে থানায় হস্তান্তর করা হয়েছে। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তাঁর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

গদখালীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

লাভজনক হওয়ায় ঝিনাইদহে বেড়েছে ভুট্টা চাষ

গাঁদা ফুল চাষে বিপাকে কৃষকেরা, জমির পাশেই পড়ে নষ্ট হচ্ছে

যশোরে শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ১০

ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

ইবিতে জুলাইবিরোধী শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন

ইবিতে আ.লীগ সরকারের সময় নিয়োগে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি