হোম > সারা দেশ > যশোর

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল সহায়তা 

যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত পাঁচ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক। 

আজ সোমবার দুপুরে উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের পক্ষে নিহতদের স্বজনদের হাতে এ অর্থ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন। 

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ, ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিচুর রহমান, তরুণ কান্তি হালদার বাপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে জেলা প্রশাসকের পাশাপাশি নিহতদের চারজনের পরিবারকে পাঁচ হাজার করে টাকা দিয়েছে উপজেলা যুবলীগ। 

ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। 

চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘জেলা প্রশাসক ও যুবলীগের সহায়তার পাশাপাশি নিহত হাবিবুর রহমানের স্ত্রী ও তৌহিদুল ইসলামের স্ত্রীকে আমার পক্ষ থেকে দুটি সেলাই মেশিন দিয়েছি।’ 

গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মনিরামপুরের বেগারীতলা বাজারে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে পড়ে। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিচে চাপা পড়ে টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান, তাঁর শিশু ছেলে তাওশীন, একই গ্রামের সামছুর রহমান, তাঁর নাতী তৌহিদুল ইসলাম ও জয়পুর গ্রামের জিয়াউর রহমান নিহত হন। নিহতদের সবাই ওই সময় বাজারে নাস্তা করতে এসেছিলেন। 

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার