Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মোটরসাইকেলের নম্বরপ্লেটে পৌর মেয়রের প্রত্যয়নপত্র, ফেসবুকে ভাইরাল 

যশোর ও মনিরামপুর প্রতিনিধি

মোটরসাইকেলের নম্বরপ্লেটে পৌর মেয়রের প্রত্যয়নপত্র, ফেসবুকে ভাইরাল 

ট্রাফিক আইন এড়াতে যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের পেছনে নম্বরপ্লেটে পৌরসভার প্রত্যয়নপত্র সাঁটিয়েছেন আবদুল ওহাব নামে এক ব্যক্তি। মনিরামপুর পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসানের স্বাক্ষর রয়েছে সে প্রত্যয়নপত্রে। স্বাক্ষরে তারিখের সংখ্যাটি অস্পষ্ট হলেও চলতি মাসে যে প্রত্যয়নটি দেওয়া হয়েছে তা স্পষ্ট।

আজ বুধবার দুপুর থেকে মোটরসাইকেলে সাঁটা প্রত্যয়নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে হাসিঠাট্টা চলছে রীতিমতো। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

প্রত্যয়ন পত্রে লেখা আছে, ‘এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা যাচ্ছে যে, আবদুল ওহাব, পিতা-আছর আলী মোল্লা, গ্রাম দুর্গাপুর, ৪ নম্বর ওয়ার্ড, মনিরামপুর পৌরসভা, যশোরের স্থায়ী বাসিন্দা। আমি তাকে চিনি ও জানি। আমার জানামতে তিনি একজন তালিকাভুক্ত কৃষক। সে বাড়ি হতে মাঠে যাতায়াতের জন্য জরাজীর্ণ একটি মোটরসাইকেল ব্যবহার করে। কৃষিকাজের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে বিবেচনার জন্য অনুরোধ করা গেল। আমি তার সার্বিক মঙ্গল কামনা করি।’

প্রত্যয়ন পত্রে জরাজীর্ণ মোটরসাইকেলের কথা উল্লেখ থাকলেও ভাইরাল হওয়া ছবিতে একটি নতুন মোটরসাইকেলের নম্বর প্লেটে প্রত্যয়নটি সাঁটানো দেখা গেছে। তবে ভাইরাল হওয়া মোটরসাইকেলের মালিক আবদুল ওয়াবের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রত্যয়ন দেওয়ার বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুল ওহাব একটা প্রত্যয়ন এনে বলল, আমার একটা পুরোনো মোটরসাইকেলে আমি বাড়ি থেকে মাঠে যাতায়াত করি। এ মর্মে একটা প্রত্যয়ন দিয়ে দেন। কর্মীরা এসে বললে আর সেটা না করা যায় না।’

পৌরসভা থেকে এমন প্রত্যয়ন দেওয়ার নিয়ম আছে কি না জানতে চাইলে মেয়র বলেন, ‘নিয়ম অনিয়ম বুঝি না। একজন পাবলিক এসে প্রত্যয়ন চেয়েছে। এ নিয়ে কেউ হাসিঠাট্টা করলে আর কি করা যাবে।’

ঈদের ছুটিতে পদ্মার পাড়-চরে হাজারো মানুষের ভিড়

ঝিনাইদহে বাঁওড়ে হামলা, মাছের খাবারের গুদাম ও নৌকায় আগুন

যশোরে ঈদ মেলায় ফুচকা খেয়ে শিশুসহ ৫০ জন অসুস্থ

বেড়িবাঁধে ভাঙন: ৩০ ঘণ্টায়ও মেরামত সম্ভব হয়নি, দুর্ভোগে হাজারো মানুষ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঈদের রাতে বাজি ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনাসদস্য নিহত

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কিশোরের

ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল