জামালপুরের মাদারগঞ্জে সরকারনির্ধারিত দামের চেয়ে অধিক দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিলের নেতৃত্বে ও মডেল থানার পুলিশের সহযোগিতায় শহরের বালিজুড়ি বাজারে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারনির্ধারিত দামের (৩৬-৩৮) চেয়ে বেশি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করায় দুজন খুচরা ও দুজন পাইকারি ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও ইলিশায় রিছিল বলেন, সরকারনির্ধারিত দাম বাস্তবায়নের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সতর্কতা হিসেবে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলামসহ মডেল থানার পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।