জামালপুরের বকশীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার বেলা ১১টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর ব্রিজের পাশের দশানী নদী থেকে মেহেদী হাসান (৭) নামের ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল শনিবার সে নিখোঁজ হয়। বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
মেহেদী হাসান মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের শাহিন মিয়ার ছেলে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক বলেন, শনিবার দুপুরে বাবা শাহীন মিয়ার সঙ্গে টুপকারচর ব্রিজের পাশে একটি ধানখেত দেখতে যায় শাহীন মিয়া। বেলা ১টায় বাবার অগোচরে স্থানীয় কয়েক ছেলের সঙ্গে খেতের পাশেই দশানী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
তুহিনুল হক আরও বলেন, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা ছানোয়ার হোসেনের নেতৃত্বে ডুবুরিদের একটি দল শনিবার বেলা ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করে শিশুটিকে পায়নি। রোববার সকাল ৭টা থেকে ওই ডুবুরিরা আবার উদ্ধার কার্যক্রম শুরু করলে বেলা ১১টায় শিশু মেহেদী হাসানকে মৃত অবস্থায় উদ্ধার করে।