Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইজিবাইক থামানোয় ট্রাফিক পুলিশের ওপর চালকের হামলা

নেত্রকোনা প্রতিনিধি

ইজিবাইক থামানোয় ট্রাফিক পুলিশের ওপর চালকের হামলা
নেত্রকোনা শহরে ইজিবাইকচালকের হামলায় আহত পুলিশ সদস্য। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনা শহরে ইজিবাইক থামানোর জেরে ট্রাফিক পুলিশের এক সদস্যের ওপর চালক হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শহরের মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে ট্রাফিক বক্সের সামনে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে অভিযুক্ত চালক মাহাবুব রহমানকে (২৫) গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। তিনি পৌরসভার আনন্দবাজার এলাকার বাসিন্দা। আহত ট্রাফিক কনস্টেবলের নাম শামসুল হক। তিনি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

নেত্রকোনার ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় মোক্তারপাড়া সেতুর পাশে দায়িত্ব পালন করছিলেন শামসুল। তখন সেতুর দক্ষিণ পাশে যানজট হলে তিনি কিছু ইজিবাইক থামান। এ সময় চালক মাহাবুব রেগে ইজিবাইক থেকে নেমে শামসুলের ওপর হামলা করেন। তিনি বাইকের চাবি দিয়ে আঘাত করেন। এতে শামসুলের গাল ও গলা কেটে যায়। এ সময় স্থানীয় লোকজন ও অন্য ট্রাফিক পুলিশ সদস্যরা মাহাবুবকে আটক এবং আহত শামসুলকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পরিদর্শক মাহবুবুর জানান, কনস্টেবল শামসুলের মুখের বাঁ পাশে বেশ কয়েকটি সেলাই করতে হয়েছে। এ ঘটনায় রাতেই মামলা করা হয়।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, ঘটনার খবর পেয়ে ইজিবাইকচালককে আটক করে থানায় নেওয়া হয়। তাঁর ইজিবাইকটি জব্দ করা হয়েছে। আহত ট্রাফিক কনস্টেবল বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত চালককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্রেন বন্ধ, চরম ভোগান্তি

ভাঙচুরের মামলায় নেত্রকোনা আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে আগুন, পুড়ে গেছে ৩ একরের গাছ

ময়মনসিংহে কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সেনাবাহিনীর অভিযানে মিলল সাড়ে ৩ হাজার কেজি সরকারি চাল, আটক ২

জামালপুরে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে শিক্ষক নিহত

দেওয়ানগঞ্জে পদবঞ্চিতদের হামলায় যুবদলের ১০ নেতা-কর্মী আহত

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ছাত্রলীগ নেতার চাকরি, পুনর্বাসন চেষ্টার অভিযোগ

ইসলামপুরে টিসিবির কার্ড জটিলতায় পণ্যবঞ্চিত ১৪ হাজার পরিবার

ছাত্রদল নেতার সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল, মহিলা দল নেত্রীকে অব্যাহতি