হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে মদের আসরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বন্ধুর ছুরিকাঘাতে হাবিল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জামালপুর শহরের মুকন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমনের নেতৃত্বে রাত সাড়ে ১০টায় অভিযুক্ত চাঁন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহত হাবিলের বাবা রাতেই সদর থানায় মামলা করেন।

নিহত হাবিল পেশায় রংমিস্ত্রি। তিনি শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, হাবিল ও চাঁন মিয়া একসঙ্গে রংমিস্ত্রির কাজ করতেন। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় মেথরপট্টিতে মদ খেতে যান দুজন। তুচ্ছ ঘটনায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়েচাঁন মিয়ার মা-বোনকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন হাবিল । এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শহিদুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টায় অজ্ঞাতনামা এক রোগী আসে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি ওনার জীবিত থাকার লক্ষণগুলো পালস, ব্লাডপ্রেসার কিছুই নেই। পরে ইসিজি করে দেখা যায়, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, সন্ধ্যায় হাবিলের এক সহকর্মী রংমিস্ত্রি চাঁন মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে চাঁন মিয়ার মাকে গালাগালি করে হাবিল। এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে। পরে হাবিলের মৃত্যু হয়। চাকুসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন