সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকেরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে উপজেলার মাইজবাড়ীতে আলহাজ জুট মিল প্রতিষ্ঠিত হয়। এ মিলে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি করা হত। এ জুট মিলে প্রায় ৩ হাজারের অধিক শ্রমিক কাজ করত। দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন করা হত।
২০১৮ সালের ২০ জুলাই মাসে লোকসান ও ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই মিলটি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ফলে এ মিলের শ্রমিকরা বেকার হয়ে পড়েন। খুব দ্রুত এ জুটমিলটি চালুর দাবি জানান তারা।
এতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।