হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে বন্ধ পাটকল চালুর দাবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

পাট কল চালুর দাবিতে মানববন্ধন । ছবি: আজকের পত্রিকা

জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকেরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে উপজেলার মাইজবাড়ীতে আলহাজ জুট মিল প্রতিষ্ঠিত হয়। এ মিলে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি করা হত। এ জুট মিলে প্রায় ৩ হাজারের অধিক শ্রমিক কাজ করত। দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন করা হত।

২০১৮ সালের ২০ জুলাই মাসে লোকসান ও ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই মিলটি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ফলে এ মিলের শ্রমিকরা বেকার হয়ে পড়েন। খুব দ্রুত এ জুটমিলটি চালুর দাবি জানান তারা।

এতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন