Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভেটেরিনারি সার্জন না থাকায় ব্যাহত চিকিৎসা সেবা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

ভেটেরিনারি সার্জন না থাকায় ব্যাহত চিকিৎসা সেবা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরে সাড়ে তিন বছর ধরে ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিজেই দিচ্ছেন ভেটেরিনারি সার্জনের চিকিৎসা সেবা। এতে ব্যাহত হচ্ছে পশু-পাখির জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা। 

বারহাট্টা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে তৎকালীন ভেটেরিনারি সার্জন মোতালেব প্রায় সাড়ে তিন বছর আগে বদলি হয়ে গেছেন। এরপর বিল্লাল হোসেন ভেটেরিনারি সার্জন হিসেবে যোগ দেন। কিন্তু মাত্র এক মাসের মধ্যে তিনি প্রমোশন পেয়ে অন্যত্র বদলি হয়ে যান। তারপর থেকে ভেটেরিনারি সার্জনের পদটি শূন্য। এদিকে উপজেলায় ছোট, মাঝারি ও বড় খামারির সংখ্যা ৪০ এর অধিক। এ ছাড়া রয়েছে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখির খামার। এসব খামারিরা পড়েছেন বিপাকে। 

উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ভেটেরিনারি সার্জনের প্রয়োজনীয়তা অনেক। পশু-পাখির জখম সারানো ও ড্রেসিং করা, অস্ত্রোপচার করা, রোগের জন্য ভ্যাকসিন ও টিকা দেওয়া, সাধারণ যত্ন, চিকিৎসা শর্তাবলি এবং চিকিৎসা সম্পর্কে পশু মালিকদের পরামর্শ দেওয়া, অসুস্থতার ধরন অনুযায়ী ওষুধ দেওয়ার মত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন। 

বারহাট্টা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চিকিৎসা নিতে আসা সদর ইউনিয়নের বাসিন্দা হাবিব জানান, ৭ মাস বয়সী বাছুরের চিকিৎসার জন্য সকাল থেকে বসে আছি। ভেটেরিনারি সার্জন না থাকায় এখন প্রাণী সম্পদ কর্মকর্তার জন্য অপেক্ষা করছি। তিনি আসলেই চিকিৎসা হবে। 

প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মহিউদ্দিন আজকের পত্রিকাকে জানান, ভেটেরিনারি সার্জনের পদটি আমি বারহাট্টা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগদানের দুই মাসের মধ্যেই খালি হয়ে যায়। পরে মাসখানেকের জন্য একজন আসলে তিনিও চলে যান। সেই থেকে প্রায় তিন বছরের অধিক সময় ধরে আমিই ভেটেরিনারি চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছি। চিকিৎসাসেবা ও সম্প্রসারণ কার্যক্রম একই সঙ্গে করা আমার জন্য অনেক কষ্টের। 

মহিউদ্দিন আরও জানান বারহাট্টা ও খালিয়াজুরী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে অনেক দিন ধরেই ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা মাসিক মিটিংয়ে ভেটেরিনারি সার্জন শূন্য পদ পূরণের জন্য আমি অনেকবার বলেছি। এ ছাড়া স্থানীয় এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মহোদয়কেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি। 

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর