হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে স্কুল ছাত্র জসিমের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে স্কুলছাত্র জসীম হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে প্রায় ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রানী শিমুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, আবু সামা কবির, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত ওয়াছেক বিল্লাহ বিল্লাল, সহসভাপতি এমএ মোনায়েম, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রনি প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, গত ৫ এপ্রিল সন্ধ্যায় মায়ের জন্য পান কিনতে বড় ভাইয়ের ভ্যানগাড়ি নিয়ে ভায়াডাঙ্গা বাজারে যায় জসিম মিয়া। এ সময় বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ ফুঁসলিয়ে তাকে হাঁসধরা গ্রামের একটি ধান খেতে নিয়ে যান। এরপর তাকে হত্যা করে ভ্যানটি ছিনিয়ে নেওয়া হয়। পরেরদিন সকালে জসিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতক মাসুদকে আটক করে পুলিশ। এ ঘটনায় দোষিদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন