কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় হারুন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হারুন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রইছউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত হারুনের পরিবারের সঙ্গে একই গ্রামের বাসিন্দা মামা আবদুল হক ও মামাতো ভাইদের বিরোধ চলছিল। এর জেরে গতকাল শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল হক ও তাঁর ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হারুনদের বাড়িতে গিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে হারুন গুরুতর আহত হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে হারুন মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।