হোম > সারা দেশ > শেরপুর

আন্দোলনে নিহত আসিফুরের পরিবারকে আর্থিক সহায়তা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মিরপুরে সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত হয় গার্মেন্টস কর্মী আসিফুর রহমান (১৭)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত আসিফুরের মা ফজিলা খাতুনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। 

আসিফুরের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া গ্রামে। ছয় ভাইবোনের মধ্যে আসিফ দ্বিতীয়। আসিফের বড় বোনের বিয়ে হয়েছে ঢাকায়। অন্য ভাই-বোনদের নিয়ে তার মা গ্রামের বাড়িতে থাকেন। আসিফের বাবা প্রায় ২০ বছর ধরে রাজধানীর মিরপুর এলাকায় পাটের ব্যবসা করছেন। আসিফ দেড় বছর যাবৎ রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টসে কাজ করছিলেন। 

গত ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিরপুরে সংঘর্ষের ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হয় আসিফ। পরে রাত ৯টার দিকে মৃত্যু হয় তার। 

এ নিয়ে ২৬ জুলাই ‘দুর্ঘটনার ভয়ে বাইক কিন্যা দেই নাই, বাপধন তো গুলিতে মরল’—শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে এবং ২৭ জুলাই পত্রিকার প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশিত হয়। আজ বৃহস্পতিবার সকালে নিহত আসিফুরের মা ফজিলা খাতুনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন ইউএনও মাসুদ রানা। 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মাসুদ রানা বকেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আসিফুরের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। পরিবারটি যেন ন্যায়বিচার পায় এটাই প্রত্যাশা।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন