হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে ১০ ফুট অজগর সাপ উদ্ধার

প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর) 

পাহাড় কিংবা ঘন অরণ্য নয়। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লোকালয় থেকে মিলল ১০ ফুট লম্বা একটি অজগর সাপ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়ার একটি সুপারিবাগান থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে গ্রামের কৃষক মোসলেম উদ্দিন সাপটিকে বাড়ির পাশে সুপারিবাগানে ঘের দেওয়া জালে আটকে পড়া অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি মাদারগঞ্জ থানা-পুলিশকে অবহিত করেন তিনি। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ নিরাপত্তার জন্য সাপটি থানায় নিয়ে আসেন। পরে বন বিভাগ শেরপুর ইউনিটকে জানালে বন্য প্রাণী দমন ইউনিটের টিম এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, সকালে খবর পেয়েই সাপটি নিরাপত্তার জন্য তাৎক্ষণিকভাবে ফোর্স পাঠিয়ে থানায় নিয়ে আসা হয়। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বালিজুড়ী ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক ভগলা বলেন, ‘আমি আমার বয়সে কখনো শোনা বা দেখিনি যে মাদারগঞ্জে অজগর সাপ আছে। এটা খুবই অদ্ভুত ব্যাপার।’

এ বিষয়ে বন বিভাগ শেরপুর রেঞ্জের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারত থেকে পাহাড়ি ঢলে এসেছে অজগর সাপটি। খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন