নেত্রকোনার মদনে বিদ্যুতায়িত হয়ে ইলিয়াছ মিয়া (২৯) নামের এক যুবক মারা গেছে। আজ সোমবার দুপুরে নিজ বাড়ির মুরগির খামার ঘরে বিদ্যুতায়িত হয়ে মারা যায় তিনি। ইলিয়াছ মিয়া উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের ইউনূস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াছ দীর্ঘদিন ধরে তাঁর নিজ বাড়িতে মুরগির খামার করে জীবিকা নির্বাহ করে আসছেন। আজ দুপুরে ওই খামারের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে ইলিয়াছ মিয়া নামের এক যুবক মারা গেছেন। সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’