হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৫টি ইয়াবাসহ মোজাম্মেল হক (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বোয়ালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেন। 

মোজাম্মেল হক খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বোয়ালী গ্রামের ডেঙ্গু মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালী বাজারে সার-বীজ ও ডিজেল বিক্রির দোকান রয়েছে মোজাম্মেলের। গোপন সংবাদে শুক্রবার রাতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক নাজমুস সাকিব মোজাম্মেল হকের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় দোকানে লুকানো ৩৫টি ইয়াবাসহ মোজাম্মেলকে আটক করা হয়। 

উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাক বলেন, ‘উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেলের ঘটনা আমাদের জন্য লজ্জাজনক। জেলা কমিটির সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে মোজাম্মেলের আচার-আচরণ ভালো এবং মানুষ হিসেবেও ভালো সে। বাজারে মোজাম্মেলের জমজমাট ব্যবসা আছে, যথেষ্ট সুনাম এবং টাকা-পয়সাও আছে তার। তবু কেন যে মাদক ব্যবসায় জড়াল বিষয়টা মাথায় আসছে না।’

খালিয়াজুরী থানার ওসি মো. খায়রুল বাশার বলেন, এ ঘটনায় রাতেই মোজাম্মেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন