Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডির কার্য-সহকারীর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ীতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডির কার্য-সহকারীর আত্মহত্যা
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সানোয়ার হায়দার নামে এক এলজিইডির কার্য-সহকারী ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে সানোয়ার হায়দার। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে বন্যা প্রকল্পের কার্য-সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে তার পারিবারিক নানা বিষয় নিয়ে হতাশায় ছিলেন। এর মাঝে সপ্তাহখানেক আগে স্ত্রী তাঁকে তালাক দেন। এতে আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।

একপর্যায়ে বৃহস্পতিবার সকালে তিনি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আশীষ চন্দ্র দে বলেন, ঘটনাস্থলেই সানোয়ার হায়দারের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারকে লাশ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

অবশেষে ‘জীবিত হলেন’ সুরধ্বনী, পাবেন ভাতা

বাসরঘর থেকে আটক যুবক, অন্য কিশোরীকে ধর্ষণের মামলা

ধানখেত দেখতে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের লাশ

সরিষাবাড়ীতে মেলায় গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের ১২ টিতেই বিএনপির জয়

দুর্গাপুরে গুদাম থেকে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

মদনে ইয়াবাসহ দুই সহোদর আটক

অপারেশন ডেভিল হান্ট: নকলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার