Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

স্ত্রীকে ধর্ষণকারী যুবককে কুপিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

স্ত্রীকে ধর্ষণকারী যুবককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় রাজিব তালুকদার (৩৮) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দীপ ভৌমিক (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ

আজ শুক্রবার সকালে উপজেলার বড়কাঁপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশ থেকে রাজিবের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে অসংখ্য ছুরিকাঘাত ও কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্ত্রীকে ধর্ষণ করার প্রতিশোধ নিতেই রাজিবকে হত্যা করেন দীপ ভৌমিক। আটকের পর জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন দীপ। পরে তাঁর দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

নিহত রাজিবের পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতে একটি ফোনকলে বাড়ি থেকে বের হয়ে যান রাজিব। পরে সকালে গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাজিব উপজেলার ইউপি বড়কাঁপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব এলাকায় চুরি করতেন। তাঁর বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এ ছাড়া এলাকার মেয়েদের উত্ত্যক্ত করতেন। দীপ ভৌমিকের স্ত্রীকে ধর্ষণ করেন রাজিব। বিষয়টি জানতে পেরে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজিবকে ডেকে নিয়ে হত্যা করে লাশ গ্রামের নির্জন এলাকায় ফেলে রাখেন। সকালে এলাকার লোকজন লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধারের পরপরই সন্দেহজনকভাবে দীপ ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করে দীপ জানান, তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছিলেন রাজিব। বিষয়টি জানার পর রাজিবের ওপর প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করা হয়। একপর্যায়ে দীপ বৃহস্পতিবার দিবাগত রাতে মোবাইল ফোনে কল করে রাজিবকে নির্জন স্থানে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেন।

দীপ আরও বলেন, দীপের দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীর পরিবার।

আরও খবর পড়ুন:

বিএনপি অফিসের ভাড়া বাকি কোটি টাকা, পিস্তল হাতে দলীয় সাবেক উপমন্ত্রী

বকশীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: আরও এক লাশ উদ্ধার

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

‘ব্রিজ দিয়া পার অইলে জীবনডা সার্থক ওইতো’

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ

‘ঈদমেলা’ নামে অশ্লীল নাচ-গান, নারীসহ ৩৮ জন গ্রেপ্তার

কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন