হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় নৌকাডুবি: নিখোঁজ সবার লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামধলা এলাকায় কংস নদে ইঞ্জিনচালিত খেয়া নৌকা ডুবে নিখোঁজ দুই যুবকের লাশ আজ শুক্রবার সকালে উদ্ধার হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে মাহবুব নামে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। এর মধ্য দিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের লাশই উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া উপজেলার ধলাই নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আব্দুল জলিলের (৫০) লাশও উদ্ধার করা হয়েছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নৌকাডুবির ঘটনায় উদ্ধার করা দুই যুবক হলেন দুর্গাপুর উপজেলার ঢেউটুকুন গ্রামের আবু সিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫) ও পূর্বধলার আগমেরকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২৫)। এর আগে বৃহস্পতিবার মাহবুব নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে খেয়া নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া পূর্বধলায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ধলাই নদে গোসল করতে নেমে নিখোঁজ হন আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তি। তাঁর লাশও উদ্ধার করা হয়। তিনি উপজেলার কুতিউড়া গ্রামের জইন উদ্দিনের ছেলে।

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট