নেত্রকোনার মদনে বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে অনশনের পর প্রতিবেশী চাচাশ্বশুরের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেছেন এক গৃহবধূ।
পৌর সদর এলাকার ২০ বছর বয়সী ওই গৃহবধূ গত মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে ধর্ষণের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয় কাউন্সিলর হক্কু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের দাবিতে ১২ দিন ধরে দিলু মিয়ার বাড়িতে প্রতিবেশী ভাতিজার বউ অনশন করছেন। আমরা অনেক চেষ্টা করেও বিষয়টি মীমাংসা করতে পারিনি। গত মঙ্গলবার রাতে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।’
পুলিশ বলছে, ওই গৃহবধূর সঙ্গে চাচাশ্বশুরের ‘পরকীয়া’ ছিল। ঘটনা জানাজানি হয়ে গেলে স্বামী তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এরপর তিনি ১০ জুন চাচাশ্বশুরের বাড়িতে অনশনে বসেন। বিয়ের দাবি মেনে না নেওয়ায় গত মঙ্গলবার রাতে মদন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি।
এক সন্তানের মা ওই গৃহবধূ এখন পর্যন্ত প্রতিবেশী ওই চাচাশ্বশুরের বাড়িতেই অবস্থান করছেন।