নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে খামারমালিকের লোকজনের হামলায় আহত হয়েছেন পল্লী বিদ্যুতের দুই লাইনম্যান। গতকাল শনিবার বিকেলে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার টেংগা গ্রামের আলী আহমেদ খানের ছেলে আবু সিদ্দিক (৪১) এবং আড়াগাঁও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে হারেস মিয়া ওরফে আলী (৩৮)। তবে পালিয়ে যাওয়ায় প্রধান অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) (অব.) টেংগা গ্রামের শফিউল আজমকে (৫২) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন আটপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান নুরুল ইসলাম (৩২) ও শরীফ আহমেদ (২২)। হামলায় আহত লাইনম্যান নুরুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর শরীফ আহমেদকে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আটপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) দেলোয়ার হোসেন বলেন, উপজেলার টেংগা গ্রামের শফিউল আজমের একটি ড্রাগন খামার রয়েছে। তাঁর খামার ও বাড়ির চার মাসের বিদ্যুৎবিল বাবদ ২০ হাজার টাকা বকেয়া রয়েছে। বকেয়া বিল না দেওয়ায় গতকাল শনিবার বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করতে যান লাইনম্যান নুরুল ইসলাম ও শরীফ আহমেদ। তাঁরা প্রথমে শফিউল আজমকে বিল পরিশোধ করার অনুরোধ করেন। তিনি বিল দেবেন না জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন। দুই লাইনম্যান সংযোগ বিচ্ছিন্ন করতেই শফিউল খামারের গেট বন্ধ করে দেন। পরে তাঁর সহযোগীরা লাইনম্যানদের ওপর হামলা চালান। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেলের ওই ঘটনায় রাতেই পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বাদী হয়ে শফিউল আজমকে প্রধান আসামি করে আবু সিদ্দিক, হারেস মিয়াসহ তিনজনের নামে থানায় মামলা করেন। পুলিশ রাতেই আবু সিদ্দিক ও হারেস মিয়াকে গ্রেপ্তার করে। পরে আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আটপাড়া থানার ওসি মো. তাওহীদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান অভিযুক্ত শফিউল আজম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শফিউল আজম অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলে জানান তিনি।