হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বালাভরট গ্রামবাসীর আয়োজনে বিস্তীর্ণ ফসল মাঠে এ ঘোড়া দৌড় খেলা অনুষ্ঠিত হয়। 

খেলায় জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া থেকে ২৫ টির বেশি ঘোড়া অংশ নেয়। এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়। এ আয়োজনের সভাপতিত্ব করেন গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু। প্রধান অতিথি ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম। আয়োজনটির পরিচালনায় ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জামালপুর জেলার সভাপতি মহিউদ্দিন শাহীন। 

মহিউদ্দিন শাহীন বলেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা এখন বিলুপ্তির পথে। ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা গ্রামবাসী এ আয়োজন করেছি। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী-পুরুষ এসেছে।’ 

প্রতিযোগিতা দেখতে আসা স্কুলশিক্ষক মো. রেজাউল করিম বলেন, ‘আগে প্রায়ই এই খেলা দেখতাম। এখন এই খেলার আর আয়োজন হয় না। ব্যস্ততা কাটিয়ে খেলা উপভোগ করতে এসেছি। খুবই আনন্দ লাগছে।’ 

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারগঞ্জের নজরুল ইসলাম। খেলায় ৮টি ক্যাটাগরিতে অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে রেফ্রিজারেটর, টেলিভিশন, সিলিং ফ্যান ও হ্যান্ড সেট পুরস্কার তুলে দেওয়া হয়। 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন