হোম > সারা দেশ > নেত্রকোণা

পূর্বধলায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজার এলাকায় ব্যবসায়ী আব্দুর রহমানের বাসায় ডাকাতির ঘটনায় ওলটপালট করা বিভিন্ন সামগ্রী। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার পূর্বধলায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৯ লাখ টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগীদের।

আজ শনিবার ভোররাতে পূর্বধলার হিরণপুর বাজার এলাকায় ব্যবসায়ী আব্দুর রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতি হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের বিভিন্ন দল মাঠে কাজ করছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, দুর্বৃত্তরা গ্রিল কেটে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বেঁধে রাখে। এর তারা ১৯ লাখ টাকা, বিদেশি মুদ্রা ও ৩৫ ভরি স্বর্ণালংকারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী এসে তাঁদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত জব্দ করে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন