হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২: ৪৩
আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২: ৪৩
ছবি: প্রতীকী

জামালপুরের ইসলামপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের তাঁর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২৩)। তিনি ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী এবং উপজেলার মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের টুক্কুর শেখের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকালর বিকেল ৪টার দিকে শ্বশুরবাড়ির সবার অজান্তে বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনেরা তাঁর মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত-আট বছর আগে আবু সামার ছেলে আব্দুর রশীদ ওরফে উকিল তাসলিমা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। উকিল রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। তাসলিমা আক্তার ছয় বছর বয়সী লাবণ্য এবং চার বছর বয়সী লাবিবা নামে দুই মেয়েসন্তানের জননী।

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘লোক মারফতে তাসলিমা আক্তারের আত্মহত্যা করার খবর পেয়েছি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

মরদেহের সুরতহাল প্রস্তুতকারী ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।’

জুয়ার আসর থেকে আইনজীবী-কাউন্সিলরসহ গ্রেপ্তার ৯

নেত্রকোনায় পরিবহনে চাঁদাবাজি: শ্রমিক দল নেতার বিরুদ্ধে মানববন্ধনে হামলা, আহত ৮

ফসলের খেতে মিলল বাক্‌প্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত মরদেহ