নেত্রকোনার দুর্গাপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌরসভার খরস এলাকায় অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (৪২)। তিনি দুর্গাপুর পৌরসভার খরশ এলাকার মো. আব্দুল গনি মিয়ার ছেলে ও অ্যাম্বুলেন্সটির চালক।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, ‘এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।’