হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্গাপুরে নদীতে নিখোঁজের এক দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাঁতরে আত্রাইখালী নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর হোসেন আলী (৬০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাইখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সকালে ওই নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন হোসেন আলী। তিনি চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার সকালে বিলের জমিতে রোপণের জন্য ধানের চারা নিয়ে বের হন হোসেন আলী। মাঝে নদী সাঁতারে পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেন।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন