হোম > সারা দেশ > ময়মনসিংহ

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ২১: ২৩
গ্রেপ্তার দুই আসামি। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে রৌহা চরপাড়া এলাকায় তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা চরপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আজমত আলী (৪২) এবং একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফজলুল হক ফজু (৫৬)।

পুলিশ জানায়, সদর উপজেলার মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডে ২০০৬ সালে মামলা হয়। এতে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আজমত আলী ও ফজলুল হককে যাবজ্জীবন সাজা দেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আজ ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রৌহা চরপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নদীর জমি দখল, হচ্ছে বিক্রিও

নেত্রকোনায় এসআইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নেত্রকোনায় সাবেক কলেজশিক্ষকের লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন