হোম > সারা দেশ > ময়মনসিংহ

মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

নেত্রকোনা প্রতিনিধি

এস এইচ পিপুল। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুলকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (৩০ মার্চ) এ কথা জানানো হয়েছে। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এস এইচ পিপুলকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পাশাপাশি তার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের মাঝামাঝির দিকে মদন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তার অফিসে ঢুকে হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করেন উপজেলা ছাত্রদলের সভাপতি পিপুল। বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবহিত হওয়ার পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। তবে শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এস এইচ পিপুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে এস এইচ পিপুলকে শোকজ করেন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

ভাড়াটেকে অচেতন করে ধর্ষণ, বাড়িওয়ালা গ্রেপ্তার

মধুপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৩ চালককে জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবি

ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ

অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার যে ব্যাখ্যা দিলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

গাজায় ইসরায়েলি গণহত্যা, মিছিলে মিছিলে উত্তাল ময়মনসিংহ

বালু লুটের সরঞ্জাম ফেলে পালালেন জামাতা, সহায়তার অপরাধে শ্বশুর কারাগারে

দুর্গাপুরে পাহাড়ি গ্রামগুলোতে সুপেয় পানির জন্য হাহাকার

খাল খননে কোটি টাকা, তবু জলাবদ্ধতার শঙ্কা

বিবাদ মীমাংসার আলোচনার মধ্যেই ছোট ভাইকে কুপিয়ে হত্যা বড় ভাইয়ের