Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ৩ 

নেত্রকোনা প্রতিনিধি

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ৩ 

নেত্রকোনা সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

নিহত খায়রুল ইসলাম (৩২) ওই ইউনিয়নের বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের লাইট গ্রামের আব্দুস সাত্তারের সঙ্গে এলাকার রাকেল মিয়ার দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে ওই জমিতে খুঁটি বসাতে গেলে দুই পক্ষের মাঝে ঝগড়া সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র রামদা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সাত্তারের পক্ষের খায়রুল ইসলামসহ চারজন গুরুতর আহত হয়।

পরে তাঁদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুস ছাত্তার, রোকিয়া আক্তার ও আজাহার মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর