Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

গাছের নিচ থেকে তরুণের মরদেহ উদ্ধার, গলায় ছিল রশি পেঁচানো

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

গাছের নিচ থেকে তরুণের মরদেহ উদ্ধার, গলায় ছিল রশি পেঁচানো

নেত্রকোনার দুর্গাপুরে আম গাছের নিচে থেকে গলায় রশি পেঁচানো এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের ধারণা আত্মহত্যার জন্য গাছে ঝুলে পড়ে একপর্যায়ে রশি ছিঁড়ে নিচে পড়ে যায়।

আজ বুধবার উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

মৃত সরকার রিদয় (২০) ওই এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে। পরিবার ও স্থানীয়রা বলেন, তিনি মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করতেন, নিজেও মাদকাসক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে রিদয় ঘরে ছিলেন। আজ বুধবার সকালে বাড়ির পাশে একটি আম গাছের নিচে গলায় রশি পেঁচানো অবস্থায় রিদয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরিবারের ধারণা মাদক সেবন করায় রিদয় এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, ওই কিশোর নেশার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর