হোম > সারা দেশ > ময়মনসিংহ

জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ১৩ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেরি মুসলিমপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। 

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার। 

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা জুয়ারি চক্রের সদস্য। তাঁরা হলেন–উপজেলার কুতুবপুর গ্রামের মজিবুর রহমান (৩৭), জাকির মিয়া (৩৬), রবিউল আউয়াল (২৭), মিজানুর রহমান (২৫), কৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন (৩২), রফিকুল ইসলাম (২৮), শরিফ মিয়া (৩৭), সৌরভ মিয়া (২৫), বেরি মুসলিমপুর গ্রামের কাজল মিয়া (৩৫), লাল মিয়া (৪০), মো. বিল্লাল মিয়া (৪০), সেলিম মিয়া (৩৮) ও নাজিরপুর গ্রামের মিঠুন দাস (৩৫)। 

এদের মধ্যে বিল্লাল মিয়া কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও জাকির মিয়া কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। 

পুলিশ জানায়, গতকাল শনিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপসহকারী পরিদর্শক মো. সুলতান আহম্মেদ পুলিশ সদস্যদের নিয়ে বেরী মুসলিমপুর গ্রামে সেলিম মিয়ার বসতঘরে অভিযান চালান। সেখানে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। তখন জুয়া খেলার সামগ্রী ও নগদ ১১ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, থানায় জুয়া আইনে মামলা করা হয়। পরে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন