হোম > সারা দেশ > নেত্রকোণা

নেশার টাকার জন্য মাকে মারপিট, বাধা দেওয়ায় প্রতিবেশীকে কুপিয়ে জখম

নেত্রকোনা প্রতিনিধি

নেশার টাকার জন্য নিজের মা ললিতা আক্তারকে (৩৮) মারপিট করছিল ছেলে সাগর মিয়া (২৪)। বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশী বৃদ্ধা ফুলেছা আক্তার (৬০) সাগরকে বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে সাগর প্রতিবেশী বৃদ্ধা ফুলেছা আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে।

আজ মমঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার মদন উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা সাগরকে গাছের সঙ্গে বেধে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে গেছে। আহত ফুলেছা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুলিয়াটি দক্ষিণপাড়া গ্রামে সাগর তার মা ললিতা আক্তারকে নিয়ে খালার বাড়িতে থাকে। বছর তিনেক আগে সাগর বিয়ে করে। কিন্তু সে মাদকাসক্ত থাকায় স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে বেপরোয়া হয়ে নেশার টাকার জন্য প্রায় সময়েই মাকে মারপিট করত।

গত ১৫-২০ দিন আগেও নেশার টাকার জন্য মাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে যাত্রায় বেঁচে যা মা। আজ মঙ্গলবার সন্ধ্যায় সে আবার নেশার টাকার জন্য মাকে মারপিট শুরু করে। এতে প্রতিবেশী ফুলেছা আক্তার বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়েছে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য হেলিম মিয়া বলেন, ‘সাগরের বাবার বাড়ি ঢাকায়। তার বাবাকে এলাকার কেউ চিনে না। সে তার মায়ের সঙ্গে খালার বাড়ি কুলিয়াটি দক্ষিণ পাড়া গ্রামে থাকে। সাগর মাদকাসক্ত থাকায় বেপরোয়া হয়ে চলাফেরা করছে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ তাওহীদুর রহমান জানান, ‘সাগরকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। আহত ফুলেছা আক্তারকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন