হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি

দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে দুর্গাপুর থানা–পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ আল ফাহাদ।

গ্রেপ্তাররা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্নছড়া গ্রামের মৃত রঞ্জিত পদ ঘোষের ছেলে উজ্জল কুমার ঘোষ (৪৩) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রামপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম বিপু (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রোববার ভোরে দুর্গাপুর পৌরশহরের নাজিরপুর মোড় এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় জিরা, বডি লোশন, সাবান, ওলিভওয়েল, স্ক্রিন ক্রিম জব্দ করা হয়। যার মূল্য প্রায় সাত লাখ টাকা। ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি ধারায় তাদের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তারা এ ব্যবসা করছেন বলে জানায়। ভারতীয় এসব পণ্য ঢাকার চক বাজারে বিক্রি করা হতো।

দুর্গাপুর থানার ওসি শাহ নুর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল কাভার্ডভ্যানসহ তাদের গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা