Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬ 

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ছয়জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও একই গ্রামের আমছার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে রাত ৮টার দিকে আমছার আলী ও তাঁর পরিবারের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রাজ্জাকের পরিবারের ওপর হামলা চালায়। 

এতে আব্দুর রাজ্জাকসহ (৫০) স্ত্রী আনিছা বেগম (৩০), ভাতিজা আলেয়া খাতুন (৩৫), ভাতিজা সোমা খাতুন (২৫), ভাবি আঞ্জুয়ার বেগম (৪৭), ভাতিজা লিজা (১৫) আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত আব্দুর রাজ্জাক, আলেয়া খাতুন, সোমা খাতুন, আঞ্জুয়ারা বেগমকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতের আমছার আলী ১০–১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক রবিউল ইসলাম বলেন, গতকাল সোমবার রাতে তারা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তবে এখন তারা শঙ্কামুক্ত রয়েছে। 

আমছার আলীর পরিবারের কারও ফোন নম্বর না পাওয়ায় যোগাযোগ করা যায়নি। 

এ ব্যাপারে জানতে চেয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানকে মোবাইল ফোনে কল দেওয়া হলে ধরেননি তিনি। 

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নদে ভাসছিল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ধর্ষণকাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি