Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

মানবপাচারকারীদের খপ্পরে বিটিএস ভক্ত দুই মাদ্রাসাছাত্রী, পাওয়া গেল গার্মেন্টস কারখানায়

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 

মানবপাচারকারীদের খপ্পরে বিটিএস ভক্ত দুই মাদ্রাসাছাত্রী, পাওয়া গেল গার্মেন্টস কারখানায়

মানবপাচারকারীদের খপ্পরে পড়া বিটিএস ভক্ত নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেলে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার একটি পোশাক কারখানায় তাদের পাওয়া গেছে।

এর আগে নেত্রকোনার আটপাড়া থেকে বৃহস্পতিবার বিকেলে বিটিএসের স্টিকার সংগ্রহ করে শুক্রবার বাড়ি থেকে বের হয়ে যায় তারা। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান তাদের সন্ধান পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিখোঁজ দুজন আটপাড়া উপজেলার একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। উপজেলার বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে। শুক্রবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয় যায়। মানবপাচারকারী চক্রের সদস্যের খপ্পরে পরে, তাদের বিদেশে পাঠানো প্রলোভন দেয়। পরে স্বজনেরা বিভিন্ন জায়গায় খুঁজে সন্ধান না পেয়ে রাত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, তারা বিটিএসে আসক্ত ছিল। মানবপাচারকারীর খপ্পরে পড়ে বিদেশে পাঠানোর আশ্বাস পেয়ে তারা বাড়ি থেকে বের হয়ে টঙ্গী যায়।

ওসি আশরাফুজ্জামান জানান, রোববার বিকেলে নিখোঁজ দুই শিক্ষার্থীর গাজীপুরের পশ্চিম টঙ্গী থানা এলাকার পোশাক কারখানায় কাজ করার সন্ধান পাওয়া যায়। পোশাক কারখানার ম্যানেজারের মাধ্যমে ওই দুই শিক্ষার্থীকে পশ্চিম টঙ্গী থানা-পুলিশ উদ্ধার করে।

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

অবশেষে ‘জীবিত হলেন’ সুরধ্বনী, পাবেন ভাতা

বাসরঘর থেকে আটক যুবক, অন্য কিশোরীকে ধর্ষণের মামলা

ধানখেত দেখতে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের লাশ

সরিষাবাড়ীতে মেলায় গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের ১২ টিতেই বিএনপির জয়

দুর্গাপুরে গুদাম থেকে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

মদনে ইয়াবাসহ দুই সহোদর আটক