হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে অব্যাহতি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

ফরিদ আলম। ছবি: সংগৃহীত

যৌথবাহিনীর হাতে হেরোইনসহ গ্রেপ্তার শেরপুরের নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশে অব্যাহতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগ গত ৫ ডিসেম্বর রাতে পৌরশহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী।

এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরদিন শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন