হোম > সারা দেশ > নেত্রকোণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: জেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা ছাত্রদলকর্মীর

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

বায়জিদ হাসান ঝলক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বায়জিদ হাসান ঝলক। গতকাল বুধবার বিকেলে পদত্যাগের একটি লিখিত চিঠি স্থানীয় সাংবাদিকদের সরবরাহ করেন তিনি। ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

বায়জিদ হাসান ঝলক নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি সুসং সরকারি মহাবিদ্যালয়ের কলেজ ছাত্রদলের কর্মী বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমি নেত্রকোনা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদে আছি। ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকায় আমি এ পদ থেকে অব্যাহতি নিলাম। আমি জেলা আহ্বায়ক বরাবর লিখিত চিঠি দিয়েছি।’

এ ব্যাপারে বক্তব্য জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক শেখ হাসনাত জনির মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা কমিটি গঠন করা হয়। সেই কমিটির সদস্য ছিলেন বায়জিদ হাসান ঝলক।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন