হোম > সারা দেশ > শেরপুর

পূজামণ্ডপে অনুদান দেওয়ার নামে টাকা হাতিয়ে নিল চক্র, থানায় জিডি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পূজামণ্ডপে অনুদান দেওয়ার কথা বলে উল্টো ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। পৌরশহরের কাচারিপাড়া সর্বজনীন দুর্গামাতা মন্দিরের এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্দির কমিটি।

পুলিশ ও ভুক্তভোগী মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বিকেলে একটি টেলিফোন নম্বর থেকে মন্দিরের সভাপতি সুধেন সূত্রধরের মোবাইলে ফোন আসে। এ সময় সরকারের পক্ষ থেকে কিছু অসচ্ছল মন্দিরে অনুদান দেওয়ার কথা বলে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়।

সভাপতি বা মন্দিরের নামে কোনো অ্যাকাউন্ট না থাকায় সবার পরামর্শে মন্দির কমিটির সহসভাপতি সুদীপ সরকারের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। প্রতারক চক্র ফোন কলে থাকা অবস্থায় কৌশলে পিন কোড জেনে নেয়। পরে ৫০ হাজার টাকা অনুদানের কথা বলে উল্টো সেই হিসাবে থাকা প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।

তখন মন্দির কমিটির কেউ বিষয়টি বুঝতে না পারলেও পরে তাঁরা জানতে পারেন, অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ হাজার টাকা নেই। ব্যাংকে যোগাযোগ করে তাঁরা নিষয়টি নিশ্চিত হন। পরে গতকাল মঙ্গলবার রাতে এর প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় জিডি করা হয়।

পূজামণ্ডপের সভাপতি সুধেন সূত্রধর বলেন, ‘কয়েক দিনের বন্যায় এমনিতেই আমাদের এলাকার মানুষের নাজেহাল অবস্থা। তার ওপর এমন পরিস্থিতিতে পূজার অর্থ সংগ্রহ করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর এমন সময় প্রতারণার শিকার হয়ে আমরা দিশেহারা। এ বিষয়ে থানায় জিডি করেছি। কিন্তু এর আশানুরূপ ফল পাওয়া যাবে কিনা জানি না।’

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে জিডি করা হয়েছে। প্রতারক চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন