Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ আহত ৪

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ আহত ৪

নেত্রকোনার কেন্দুয়ায় ইঞ্জিনচালিত মালবাহী ট্রলি ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-ইজিবাইকের যাত্রী রোকেয়া বেগম (৩২), তাঁর স্বামী কাঞ্চন মিয়া (৪০), আবুল কাশেম (৩৫) ও ট্রলিটির চালক সোহেল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে বারোটার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের ধুপিচান্দালি এলাকায় বেপরোয়া গতির ইঞ্জিনচালিত একটি মালবাহী ট্রলির সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত রোকেয়া, কাঞ্চন ও কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। 

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১