হোম > সারা দেশ > নেত্রকোণা

বারহাট্টায় কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় এক কিশোরীকে (১৬) দলবেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মোস্তফাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ফকিরের বাজার এলাকায় মাহফিলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। পথে বাজারের কাছাকাছি পৌঁছতে কিশোরীকে মুখ চেপে ধরে তুলে ধর্ষণ করে মোস্তফা। পরে ফোন করে তার তিন বন্ধুকে ডেকে আনে মোস্তফা। তারাও ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। শেষে রাতে বাড়ির পাশে পৌঁছে দিয়ে পালিয়ে যায় ওই চার ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। তবে উভয় পরিবার মীমাংসায় পৌঁছাতে পারেনি। আজ রোববার বিকেলে কিশোরীর মা বাদী হয়ে মোস্তফাসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মোস্তফাকে গ্রেপ্তার করে। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

 

 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন