হোম > সারা দেশ > জামালপুর

ভাইদের হামলায় আহত কৃষকের মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইদের হামলায় আহত কৃষক জাহিদুল শেখ (৩৭) মারা গেছেন। তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তিনি মারা যান।

নিহত জাহিদুল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরনাংলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় জাহিদুলের ছেলে তামিম (১১) ও ছোট ভাই বাবু শেখ (২৯) গুরুতর আহত হয়েছে। ছেলে তামিম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। ছোট ভাই বাবু শেখ জামালপুর ২৫০ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, ২১ নভেম্বর দুপুরে জমিসংক্রান্ত বিরোধে হামলার শিকার হন তাঁরা। হামলার সময় দা দিয়ে মাথায় কোপানো হয়, এ ছাড়া রড দিয়ে পেটানো হয়। পরে উদ্ধার করে জাহিদুলকে প্রথমে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন