Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

সেই নবজাতকের ঠাঁই হলো ছোটমনি নিবাসে, দম্পতি কারাগারে 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সেই নবজাতকের ঠাঁই হলো ছোটমনি নিবাসে, দম্পতি কারাগারে 

নেত্রকোনার কেন্দুয়ায় ধানখেত থেকে উদ্ধার সেই নবজাতকের ঠাঁই হয়েছে সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান ঢাকার আজিমপুরের 'ছোটমনি নিবাসে'। উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছোটমনি নিবাসে পাঠানো শিশুটি বর্তমানে ভালো রয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া দম্পতিকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এর আগে শিশুটির বাবা-মা নির্ধারণের জন্য আদালতের নির্দেশ অনুযায়ী ওই নবজাতক এবং গ্রেপ্তার দম্পতির ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার মালিবাগের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে তাদের এ নমুনা নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর বিকেলে কেন্দুয়া পৌরসভার আদমপুর এলাকার একটি ধানখেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এরপর থেকে সে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। একপর্যায়ে পুলিশি তদন্তে শিশুটির অভিভাবকের খোঁজ মেলে। তবে উদ্ধার হওয়া নবজাতককে নিজেদের বলে স্বীকার করলেও ওই দম্পতি শিশুটিকে নিতে রাজি হননি। এ অবস্থায় গত সোমবার রাতে পুলিশ বাদী হয়ে শিশুটির প্রতি নিষ্ঠুরতার অপরাধে বাবা-মাসহ চারজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা করে। পরে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। 

এরপর নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে শিশুটির বাবা-মা নির্ধারণের জন্য নবজাতক ও গ্রেপ্তার দম্পতির ডিএনএ পরীক্ষারও নির্দেশ দেওয়া হয়। এ অবস্থায় গতকাল বুধবার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শিশুটিকে পুলিশ পাহারায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান ঢাকার আজিমপুরের ছোটমনি নিবাসে পাঠানো হয়। 

কেন্দুয়া থেকে শিশুটিকে ঢাকায় পাঠানোর সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনউদ্দিন খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ছামেদুল হক উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে আজ বিকেলে কেন্দুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনুস রহমান জানান, উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান ঢাকার আজিমপুরের ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের পর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে ওই নিবাসে নেওয়া হয়। বর্তমানে শিশুটি ছোটমনি নিবাসে ভালো রয়েছে।  

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা