জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতির মা আমেনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
আমেনা বেগমের দুই ছেলে ও চার মেয়ে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা নামাজ শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কুদ্দুস বয়াতির মা আমেনা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলার ঝংকার শিল্পী গোষ্ঠী ও উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। তাঁরা তাঁর আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।