Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল কৃষকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল কৃষকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বিল্লাল হোসেন (৫০) নামের এক কৃষকের লাশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বিল্লাল হোসেন ওই এলাকার মৃত আদি মণ্ডলের ছেলে। এ ঘটনায় তাঁর ছেলে উজ্জ্বল মিয়া বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে চারজনের নাম উল্লেখ করে শ্রীবরদী থানায় মামলা করেছেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিল্লাল হোসেন ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকে ছাগল বাড়ি ফিরে এলেও তিনি ফেরেননি। পরিবারের সদ্যসরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে মাইকিং করে। একপর্যায়ে রাত ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী এক পুকুরে লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর হাসপাতাল মর্গে পাঠায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম