নেত্রকোনার মদনের হাওর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাঘান ইউনিয়নের চত্রমপুর হাওরের বালিয়াজুরি বিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করার সম্ভব হচ্ছে না।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় কয়েকজন স্থানীয় কৃষক বাড়ি ফেরার পথে বালিয়াজুরি বিলের পাশের রাস্তায় মরদেহটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে কোনোরকমে যান চলাচলের সুবিধা না থাকায় শুক্রবার সকালে নৌকাযোগে মরদেহটি থানায় আনা হয়।
মদন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম খান জানান, ‘হাওর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’