Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন
শিশু নির্যাতন। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর চাচা মদন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

বুধবার (১৯ মার্চ) দুপুরে নেত্রকোনার মদন পৌরসভার কৃষি অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার অভিযোগে সুকেল মিয়া (২৬) ও জয়নাল (১৯) নামে দুই যুবককে আটক করে থানায় রাখা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌরসভার কৃষি অফিসের সামনে একটি বাস থেকে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনটি মুঠোফোন চুরি হয়। সন্দেহবশত বুধবার সকালে শিশু দুটিকে চুরির অপবাদ দিয়ে নারকেলগাছে বেঁধে নির্যাতন করে। এর সঙ্গে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়। পরে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে তাদের হেফাজতে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে।

নির্যাতনের শিকার শিশুটির চাচা জানান, চুরি করে থাকলে দেশের আইন অনুযায়ী পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এভাবে গাছের সঙ্গে বেঁধে শিশুদের নির্যাতন করা হয়েছে। যেটা আসলে ঠিক হয়নি। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শিশু দুটিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নির্যাতনের শিকার শিশুর চাচা লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকল্পের মেয়াদ শেষকাজ শুরুর আগেই

১২ দিন পর বাড়ি ফিরল অপহৃত কিশোরী, যুবক গ্রেপ্তার

ইজিবাইক থামানোয় ট্রাফিক পুলিশের ওপর চালকের হামলা

নেত্রকোনায় সেহরির সময় বাড়িতে হামলা, নারী নিহত

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

সংগঠনবিরোধী কর্মকাণ্ড, পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি

নান্দাইলে বিএনপির ইফতারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে আটক আরসার ৪ সদস্যের বিরুদ্ধে মামলা, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

মাটি কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১ যুবক গুলিবিদ্ধ

আ.লীগ নেতাকে না ছাড়ায় বদলির হুমকি দিয়েছেন যুবদল নেতা, অভিযোগ ওসির